গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে মো. ইফাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত ইফাত হোসেন কাপাসিয়া উপজেলার উলুসারা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, বৃহস্পতিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে তিনজন ছেলে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্য থেকে ইফাত হোসেন পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য দুজন ইফাতকে উদ্ধারে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করে এবং তার স্বজনদের খবর দেয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ইফাতকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় নদী থেকে শিশু ইফাত হোসেনের মরদেহ উদ্ধার করে।