পিরোজপুরে তীব্র তাপপ্রবাহের পর একপশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রার সঙ্গে গরমও কিছুটা কমেছে।
শুক্রবার (৩ মে) বিকেল ৪টা ১০ মিনিট থেকে বৃষ্টি প্রথমে গুড়ি গুড়ি শুরু হয়। এরপর কিছু সময় সামান্য থেমে থেমে পুরো এক ঘন্টা ধরে চলতে থাকে।
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃষ্টির লাইভ ভিডিও ছড়িয়ে পড়ে। রিয়াজ সিকদার নামে এক যুবক বৃষ্টির লাইভ ভিডিও ফেসবুকে দিয়ে লেখেন; আলহামদুলিল্লাহ অবশেষে স্বস্তির বৃষ্টি পিরোজপুরে। এছাড়া প্রথম আলো পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি ফয়সাল প্রিন্স ফেসবুকে বৃষ্টির ভিডিও দিয়ে লেখেন; অবশেষে বৃষ্টির দেখা পেল পিরোজপুরবাসী।
বৃষ্টিতে সাধারণ মানুষের মধ্যে বেশ স্বস্তি দেখা যায়। স্থানীয় রিকশা চালক ফাহিম হোসেন বলেন, দীর্ঘদিন টানা গরমে বেশ অসুস্থতা বোধ হচ্ছিলো। হঠাৎ ঠান্ডা বাতাস আর বৃষ্টি মনে বেশ প্রফুল্লতার সৃষ্টি করেছে।
গত প্রায় টানা এক মাস ধরে প্রচন্ড গরমে সারা দেশে প্রাণিকুলের মধ্যে চরম অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে। দেশের বিভিন্ন স্থানের লোকজন বৃষ্টির আশায় এস্তেসখার নামাজ আদায় করে কান্না করেছেন।