খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলে মারা গেছে। আজ রোববার (৫ মে) ভোরে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন-মধ্যবেতছড়ি গ্রামের হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।
মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে যায়। মৃতদের মরদেহও পুড়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক গণমাধ্যমকে বলেন, মরদেহগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।