কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নুর কালাম (২৯) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ মে) ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুর কালাম উখিয়ার ১৯ নম্বর ক্যাম্প, ডি/১৪ ব্লকের বাসিন্দা নুর সালামের ছেলে।
ধারণা করা হচ্ছে, ভোরে একদল দুষ্কৃতকারী তাকে জবাই করে পালিয়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।