বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আসা একটি ট্রলার থেকে ২৮০ কেজি হাঙ্গর জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (৫ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ‘এফবি মঞ্জু’ নামের ট্রলার থেকে হাঙ্গর জব্দ করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ড কমান্ডার এম ফিরোজ্জামান রাইজিংবিডিকে বলেন, কিছু অসাধু জেলে এখনো হাঙ্গর শিকার করছেন। কোস্টগার্ডের তৎপরতায় হাঙ্গর নিধন প্রায় বন্ধ ছিল। আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালায়। এসময় একটি ট্রলারের জেলেরা পালিয়ে যান। পরে ট্রলারটি থেকে ২৮০ কেজি হাঙ্গর জব্দ করেছি। ট্রলারটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে হাঙ্গর শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। জব্দকৃত হাঙ্গর ও ট্রলারটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।