ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেশ-বিদেশের অনেক ভক্ত সেলফি তোলেন, অটোগ্রাফ নেন। এতে সাকিব মাঝে-মধ্যে বিরক্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেন।
আজ সোমবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঘটে গেল তেমনি ঘটনা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে যান সাকিব। সুপার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের হয়ে খেলতে যান তিনি।
সেখানে ম্যাচের আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এমন সময় এক ভক্ত দৌড়ে তার কাছে এসে সেলফি তোলার আবদার করেন। সাকিব তাকে নিষেধ করেন। কিন্তু সেই ভক্ত নাছোড়বান্দা। সাকিবের কথা যেন শুনতে নারাজ। ভক্তের এমন কাণ্ডে রেগে যান সাকিব। চড় মারতেও উদ্যত হন। এক হাতে কেড়ে নেন মোবাইল ফোন। আরেক হাতে চেপে ধরেন ঘাড়।
সাকিব এমনভাবে ক্ষিপ্ত হওয়ায় যেন কিছু বুঝে উঠতে পারছিলেন না সেই ভক্ত। খানিক সময়ের জন্য যেন ঘোরের মধ্যে ছিলেন। পরক্ষণে সেলফি না তুলে মাঠ ছাড়েন। এমন ঘটনায় বিব্রত সাকিব ভক্তরা।