সারা বাংলা

দেবরের কোদালের কোপে প্রাণ গেলো ভাবির

চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেবরের কোদালের কোপে রুজিনা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মে) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুজিনা আক্তার উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া গ্রামের প্রবাসী সোহেল রানার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্বামীকে ভিডিও কলে মাটি দিয়ে নির্মাণাধীন পিলারের গর্ত ভরাটের দৃশ্য দেখাচ্ছিলেন রুজিনা। এতে ক্ষিপ্ত হয়ে দেবর সাদ্দাম হোসেন হাতে থাকা কোদাল দিয়ে তার মাথায় কোপ দেন। আহত রুজিনাকে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম বলেন, দেবরের কোদালের কোপে ভাবি আহত হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গৃহবধূ নিহতের ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।