সারা বাংলা

কুমিল্লায় চেকপোস্টে অস্ত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

কুমিল্লা সদরে বিদেশি পিস্তলসহ মোটরসাইকেল আরোহী ৩ জনকে গ্রেপ্তার করে কোতওয়ালী থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইওরা এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে ওমর ফারুক (৩২), একই গ্রামে তাজুল ইসলামের ছেলে সোহাগ (৩০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন। 

ওসি ফিরোজ হোসেন জানান, বৃহস্পতিবার (৯ মে) রাতে দুর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওরা ভোলানগর গ্রামে রাস্তার উপর চেকপোস্ট ও পুলিশ দেখে মোটরসাইকেলযোগে আসা এই ৩ জন দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।  

তাদের নামে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।