সারা বাংলা

রানওয়ের লাইটিংয়ে ত্রুটি, সৈয়দপুরে রাতভর ফ্লাইট ওঠানামা বন্ধ

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের লাইটিংয়ের ত্রুটি দেখা দেওয়ায় রোববার (১২ মে) সন্ধ্যার পর আর ফ্লাইট ওঠানামা করেনি। বাতিল করা হয়েছে তিনটি ফ্লাইট। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী প্রায় দুইশত যাত্রী আটকা পড়েন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের লাইটিংয়ে ত্রুটি দেখা দেয়। রানওয়েতে বাতি না জ্বলে উঠার কারণে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেনি তিনটি ফ্লাইট। ফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েন ঢাকাগামী প্রায় দুইশত যাত্রী।

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, রানওয়ের বাতির ক্যাবলগুলো মাটির নীচ দিয়ে রয়েছে। ফলে কোথায় ত্রুটি হয়েছে তা সনাক্তের চেষ্টা চলছে। সোমবার (১৩ মে) সকাল থেকে দিনের আলোয় ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।