সারা বাংলা

মহম্মদপুর উপজেলা নির্বাচনে ৩ সাংবাদিক প্রার্থী

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিন সংবাদিক প্রার্থী হয়েছেন। তারা হলেন, স্থানীয় প্রেস ক্লাবের সদস্য ঈদুল শেখ ও সুজন শিকদার এবং মাই টিভির মাগুরা জেলা প্রতিনিধি আশরাফুল আলম সাগর। এরমধ্যে সুজন শিকদার ও ঈদুল শেখ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

উপজেলা সদরের মুজিবুর শেখের ছেলে ঈদুল শেখ (চশমা প্রতীক) নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলা সদরের ধুপুড়িয়া গ্রামের বাসিন্দা ও মুক্তিযুদ্ধের সংগঠক রোস্তম আলী শিকদারের ছেলে সুজন শিকদার (তালা প্রতীক) জোরেশোরে প্রচার-প্রচারণা করছেন। তারা দুই জনই প্রেস ক্লাব মহম্মদপুরের সদস্য। অপর প্রার্থী উপজেলার নহাটা ইউনিয়নের মৈফুলকান্দি গ্রামের আকরাম হোসেনের ছেলে, মাই টিভির মাগুরা জেলা প্রতিনিধি আশরাফুল আলম সাগর (টিউবওয়েল) ভোটের মাঠে প্রচারাণায় রয়েছেন।

ঈদুল শেখ জানান, তিনি এর আগেও নির্বাচন করেছেন। তিনি জনসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। জনসেবার ক্ষেত্র ও পরিধি বাড়াতেই তিনি জনপ্রতিনিধি হতে চান।

সুজন শিকদার বলেন, ‘রাজনীতি সাংবাদিকতা যা-ই করি মানুষের পাশে দাঁড়ানোই উদ্দেশ্য। মানুষের জন্য কাজ করছি, করে যেতে চাই।’

আশরাফুল আলম সাগর বলেন, ‘মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি হতে চাই।’

তফসিল অনুযায়ী আগামী ২১ মে মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ করা হবে।