সারা বাংলা

কেএনএফ’র নারী শাখার সমন্বয়কসহ দুজন কারাগারে

বান্দরবানের লাইমি পাড়া ও ফারুক পাড়া এলাকায় যৌথবাহিনীর পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল সিয়াম লম বম (৬০) ও নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে (১৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত আকিম বম রোয়াংছড়ি পাইক্ষ্যং পাড়ার সিয়াম থং বমের মেয়ে ও লাল সিয়াম লম বম বান্দরবান সদর ফারুক পাড়ার বাসিন্দা।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাল সিয়াম লম বম ও আকিম বম দুইজনকেই রুমার অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এ পর্যন্ত ২৪ জন নারীসহ ৮৭ জনকে রুমা ও থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় পৃথক দুই রুমা ও থানচি থানায় ৯টি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার মধ্যে বিভিন্ন সময়ে ৬০ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা দেড় মাসেও উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী।