কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে মেহের জামাল (৫০) নামে এক দর্জি নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহের জামাল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়ের নয়ার হাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। দুই ঘণ্টা পর বৃষ্টি থামলে মেহের জামাল নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথে বজ্রপাতে মারা যান তিনি।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।