সারা বাংলা

বাগেরহাটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ ব্যক্তির কারাদণ্ড 

বাগেরহাটের চিতলমারীতে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম।

মঙ্গলবার (২১ মে) বিকেলে চিতলমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও আলী শেখ নামের দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়।

এদের মধ্যে শহিদুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং আলী শেখকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর আগে দুপুরের দিকে একই উপজেলার চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডলকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন একই বিচারক। দণ্ডাদেশ প্রাপ্তরা চিতলমারী ইউনিয়নের বারাশিয়া এলাকার বাসিন্দা।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে মোট ৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া যে কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিয়েছি। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।