সারা বাংলা

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতোমং মারমা (৫১) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে বড়থলি পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে বড়থলি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মারমা পাড়ার একটি মাচাং বাড়িতে রাতের খাবারের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে মাচাং বাড়ির নিচ থেকে দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।