দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্ককৃতরা হলেন, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম, বিজয়নগর বর্তমান যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুখলেছুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ জয় ও মোর্শেদ কামাল।
বুধবার (২২ মে) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কাজী রফিকুল ইসলামকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে কাজী রফিকুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক, আল জাবেদ জয় আনারস প্রতীকে চেয়ারম্যান পদে; মোর্শেদ কামাল চশমা প্রতীক এবং সদস্য সচিব মুখলেছুর রহমান লিটন বৈদ্যুতিক বাল্ব প্রতীক ভাইস চেয়ারম্যান পদে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। তারা নেতাদেরও ভোটে অংশ না নিতে নির্দেশ দিয়েছে।