সারা বাংলা

লক্ষ্মীপুরে ঘর চাপা পড়ে শিশুর মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে লক্ষ্মীপুরে। জেলার রামগঞ্জ উপজেলায় ঘর চাপা পড়ে ফারিয়া নামের ৭ বছর বয়সী এক শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার নানি। সোমবার (২৭ মে) দুপুরে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সংসার আলী বেপারীর বাড়িতে ঘটনাটি ঘটে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান এতথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, জোয়ারের পানিতে জেলার কমলনগর উপজেলার নাসিরগঞ্জ এলাকায় ১০০ মিটারের বেশি বেড়িবাঁধ ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবার। 

তীব্র বাতাসে জেলার কমলনগরের মতির হাট, লুধুয়া, কাল কিনি, সাহেবের হাট ও রামগতির চরগাজীসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কাঁচাঘর, শিক্ষা প্রতিষ্ঠান (লূধুয়া কওমী মাদরাসা) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জেলার বিভিন্ন স্থানে প্রচুর সংখ্যক গাছ উপড়ে পড়েছে। গাছ বিদ্যুতের খুঁটিতে পড়ার কারণে তার ছিড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছেন বলে স্থানীয়রা জানান।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, ঘর চাপা পড়ে এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলায় ২৮৪টি ঘর বিধস্ত হয়েছে। বেড়িবাঁধ ভেঙে গেছে এমন তথ্যটি সঠিক নয় বলেও জানান তিনি।