ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শনে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ মে (বৃহস্পতিবার) তার দুর্গত এলাকা পরিদর্শনে আসার কথা রয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এতথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফর করবেন। তবে, আমরা এখনো অফিসিয়ালি কোনো চিঠি পাইনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ করছি আমরা। সময়মতো সব তথ্য জানানো হবে।