ঘূর্ণিঝড় রেমালের কারণে ৭২ ঘণ্টার বেশি বিদ্যুৎ সংযোগ না থাকায় ঝালকাঠিতে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। বুধবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভে অংশ নেওয়া বাসিন্দারা বলেন, সামনেই তাদের সন্তানদের এইচএসসি পরীক্ষা। বর্ষা-বন্যায় এমনিতেই নাকাল অবস্থা। এরপর গত ৭২ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। ফলে তীব্র গরমে গোসল, খাবার পানি না পেয়ে অসহায় অবস্থায় থাকতে হচ্ছে তাদের।
স্থানীয় লোকজন জানান, জেলা প্রশাসক খোঁজ নিলে সকাল ১০টায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী। সন্ধ্যা হয়ে আসলেও বিদ্যুৎ সংযোগের কোনো তৎপরতা না থাকায় লোকজন জড়ো হন। এর মধ্যে ক্ষিপ্ত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে বিদ্যুৎ অফিসে। কয়েকজন প্রধান ফটকও ধাক্কাধাক্কি করেন।
ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার বলেন, ৭২ ঘণ্টা আগে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়। ঝড়-বন্যা শেষ হলেও বিদ্যুৎ দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। দায়সারাভাবে লোক দেখানো কাজ করছে তারা। জেলা প্রশাসকের সঙ্গেও তারা দ্বিমুখী কথা বলেছে। আশপাশের সব স্টশনে বিদ্যুৎ থাকলেও শুধু ঝালকাঠি শহরে বিদ্যুৎ নেই।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ওয়াদা করেছেন ২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ দেওয়ার।