নরসিংদীর পলাশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে মাটিতে পড়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। পরে মঞ্চ ঠিক করা হলে পুনরায় বক্তব্য দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্চ ভেঙে পড়ে যাওয়ার ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৯ মে) দুপুরে উপজেলার চরনগর্দীস্থ বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন ড. মঈন খান।
সমাবেশে উপস্থিত বিএনপির কর্মী রফিকুল ইসলাম বলেন, আচমকা দেখি ড. মঈন খান পড়ে গেছেন। আসলে যে মঞ্চটা তৈরি করা হয়েছিল সেখানকার বাস নরম হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়নি।