টাঙ্গাইলের সদর উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে তোফাজ্জল হোসেন খান তোফা ও নাগরপুরে কেএম সালমান শামস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে মাহমুদুল হাসান মারুফ পুনরায় চেয়ারম্যান হয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ১৪০টি কেন্দ্রে ৪ লাখ ৪০ হাজার ২৪ জন ভোটার ছিলেন। এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান (দোয়াত কলম) চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর আওয়ামী লীগের সভাপতি (ঘোড়া) পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।
নাগরপুরে ৯৮টি কেন্দ্রে ৩৮ হাজার ২৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে কেএম সালমান শামস (আনরস) ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ (ঘোড়া) পেয়েছেন ১৫ হাজার ৩০৬ ভোট।
দেলদুয়ারে ৫৯টি কেন্দ্রে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ জন ভোটার ছিলেন। এদের মধ্যে ৬৩ হাজার ৩৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান মারুফ (কাপ পিরিচ) ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৩ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ূর রহমান জানান, তিন উপজেলার একটি পৌরসভা ও ৩২ টি ইউনিয়নের ২৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। তিন উপজেলায় তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আট প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন নির্বাচনের।