সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি (৮) ও ইশা (৬)। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে ইয়াফি ও ইশা। দীর্ঘ সময় পরেও বাড়িতে না ফেরায় খুঁজতে বের হন তাদের মা। একপর্যায়ে দুই শিশুকে পানিতে ভাসতে দেখেন তিনি। দ্রুত উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।