ময়মনসিংহের সদর উপজেলার সুতিয়া নদী থেকে উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় মিলেছে। নিহত ওমর ফারুক সৌরভ (২৪) বেসরকারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত সৌরভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ইউসুফ আলী আকন্দের ছেলে।
রোববার (২ জুন) সকালে সদর উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মনতলা ব্রিজের নিচে স্থানীয়রা একটি মরদেহের মাথা পলিথিনে মোড়ানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদের ধারে পড়ে থাকা লাগেজ থেকে মাথা ছাড়া মরদেহ উদ্ধার করে। কিছুটা দূর থেকে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করে তারা। লাশের পাশে বালিশও ছিল।
নিহতের বাবা-মার বরাতে জানা গেছে, সৌরভ তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত। সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত শনিবার রাতে সৌরভ ঢাকা থেকে ময়মনসিংহে আসে। তার বাবা ইউসুফ আলী আকন্দ ডাক বিভাগে কর্মরত।
পড়ুন: লাগেজের ভেতরে দেহ, বাইরে পড়ে ছিলো মাথা
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, পারিবারিক বিরোধে সৌরভকে হত্যা করা হতে পারে। নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।