বগুড়ার শেরপুর পৌর শহরে গত শনিবার দিবাগত রাতে তেলের দোকানে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় দগ্ধ হয়ে মারা যান তেলবাহী লরির হেলপার রহমত আলী (৩২)। গতকাল রোববার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিষ্কার করতে গিয়ে লাশটি পান দোকানের মালিকপক্ষ। তারা বিষয়টি গোপন রাখার চেষ্টা করছিলেন। লাশ নিহতের গ্রামের বাড়িতে নেওয়ার পথে সেটি আটক করে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ। পরে বিষয়টি জানাজানি হয়।
এদিকে, এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। তারা হলেন- ট্রাকচালক আনোয়ার হোসেন (৩৭) ও তার সহকারী শিপন (২৫)। মারা যাওয়া রহমত আলী সিরাজগঞ্জ জেলার শাজাদপুর থানার বোংগাবাসর গ্রামের আশান সরদারের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় তেলের দোকানে অগ্নিকাণ্ড
ভিডিও ফুটেজ ও শেরপুরের স্থানীয়রা জানান, শনিবার রাতে লরি থেকে তেলের ড্রামে নামিয়ে দোকানটিতে মজুত করা হচ্ছিল। এ সময় প্রথমে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় তেলের লরির হেলপার রহমত আলী মারা যান। দোকানে কর্মরত শহিদুল ইসলাম ও আছের আলী দগ্ধ হন। তখন দোকানের মালিক রফিকুল ইসলাম জিন্নাহ, কর্মচারী শহিদুলসহ ৩-৪ জন ছুটাছুটি করছিলেন। পরে দ্বিতীয় বার বিস্ফোরণ হলে দোকানের মালিকসহ তেলের লরি (ট্রাক) নিয়ে ড্রাইভার কাউকে কোনো কিছু না জানিয়ে চলে যান। শহিদুল ইসলাম ও আছের আলী চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
পুড়ে যাওয়া দোকানটির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর দোকান পরিষ্কারের কাজ করা হচ্ছিল। এ সময় মানুষের হাড়, চামড়া দেখতে পান তারা। তখন তারা দোকান পরিষ্কার না করে বিষয়টি গোপন রেখে চলে আসেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়। পরে গোপনে লাশ ট্রাকে করে গ্রামে পাঠানো হয়। একই সঙ্গে কিছু অর্থ নিহতের পরিবারকে দেওয়ার জন্য দেওয়া হয়। শাজাদপুর থানা বিষয়টি জানতে পেরে লাশসহ ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটক করে।
নিহতের বড় ভাই রফিকুল হাসান জানান, গত ১ তারিখে আমার ছোটভাই রহমত মারা যায়। তখন আমাদের এলাকার হারুন আর ফরিদ নামের দুজনের সঙ্গে যোগাযোগ করে লাশ শাজাদপুরে পাঠিয়ে দেয় শেরপুর থেকে। তারা আমাদের পরিবারের সঙ্গে যোগাগের করার চেষ্টা করলে লোকজন ঘটনাটি জানতে পারে। শাজাদপুর থানা পুলিশ খবর পেয়ে ট্রাকের ড্রাইভার ও হেলপরকে আটক করে ও লাশ উদ্ধার করে। পরে লাশ শেরপুর থানায় হস্তান্তর করে শাজাদপুর থানা পুলিশ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করেছে।