সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার দরগাপাশা এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মৃত আবুল কালামের ছেলে শিব্বির আহমদ (৩৩) এবং একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।
পুলিশ জানা যায়, জগন্নাথপুর উপজেলা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস শান্তিগঞ্জের দরগাপাশা এলাকায় জগন্নাথপুরগামী মোটরবাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক শিব্বির আহমেদ। অপর আরোহী সাদ্দাম হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থালে মারা যান। অপরজন সিলেটে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। আমরা নিহত যুবক শিব্বিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।