ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।
শুক্রবার (৭ জুন) দিবসটি উপলক্ষে বেলা ১২টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের কৃষি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার বিশ্বাসসহ ৪১ তম বিসিএস’র সদ্য যোগদানকৃত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবি ঘোষণা করেন। এ দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূত্রপাত হয়। এই ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।