প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় একটা স্বপ্ন দেখে আসছেন, শিশুদের মুখে খাবার তুলে দেওয়া। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ শুরু করেছি।’
তিনি বলেন, ‘প্রাথমিক স্কুলগুলোতে পুষ্টিকর টিফিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী বছরগুলোতে প্রাথমিক স্কুলে টিফিনের সময় ভালো খাবার শিশুদের সামনে পৌঁছে দেওয়া হবে।’
শুক্রবার (৭ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এ সময় প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।