কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম ফেরদৌসি বেগম (৪৫)। শুক্রবার (৭ জুন) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী মো. দুলাল মিয়া জানান, তারা কুমিল্লা নগরীর চাঁনপুরে থাকেন। সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে নগরীর চাঁনপুরের বাসার দিকে রওনা করেন। পথিমধ্যে মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক করেন। এতে স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম নিহত হন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।