ইউপিডিএফের ডাকা অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আটকা পড়া তিন শতাধিক পর্যটক ফিরে এসেছেন।
শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা সাজেক ছাড়েন। এর আগে, অবরোধের কারণে সাজেকে আটকা পড়েন পর্যটকরা।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, অবরোধের কারণে পর্যটকরা আটকা পড়েছিলেন। শনিবার দুপুরে প্রশাসনের সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ইউপিডিএফের অবরোধের কারণে পর্যটকরা আটকা পড়েন। শনিবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।
উল্লেখ্য, বাঘাইছড়ির উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। ফলে বন্ধ রয়েছে উপজেলায় গাড়ি চলাচল। এ কারণে পর্যটকরা সাজেকে আটকা পড়েন।