সারা বাংলা

পায়ুপথে স্বর্ণ পাচারের চেষ্টা, কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পায়ুপথে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার সময় মো. মাসুম মাদবর (৩৬) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। 

সোমবার (১০ জুন) ৪টি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। 

গ্রেপ্তার মাসুম মাদবর শরিয়তপুর সদর উপজেলার পূর্ব সারেঙ্গা এলাকার মৃত আজিজুল হক মাদবরের ছেলে। 

বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে যাওয়ার সময় মাসুম মাদবরকে সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় চব্বিশ ক্যারেটের ২টি স্বর্ণের বার পাওয়া যায়। আরও স্বর্ণের বার আছে এমন সন্দেহ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাফি করা হয় তার। এ সময় আরও দুটি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি আরও বলেন, জুয়েলারী সমিতির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে উদ্ধার হওয়া ৪টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৮০ হাজার টাকা। যার ওজন ৪৬৬ দশমিক ৬৬ গ্রাম। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।