সারা বাংলা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে একাধিকবার টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হ‌য়ে‌ছে।

রোববার (১৬ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হ‌য়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে শুরু করলেও এখনও ১০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি গাড়ি বিকল হওয়ায় এবং কয়েক দফা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদযাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৯৫১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।