সারা বাংলা

গরু আনতে গিয়ে বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ফেনীতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় গাছ উপড়ে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৫ জুন) ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে এসব ঘটনা ঘটে। নিহত নারীর নাম রোকসানা আক্তার। তিনি ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ঝড় শুরু হলে রোকসানা বাড়ির পাশে জমি থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাত হলে মাটিতে লুটে পড়েন তিনি। তাৎক্ষণিক রোকসানাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী বাবুল মিয়া বলেন, রোকসানা অন্তঃসত্ত্বা ছিল। এ অবস্থায় তার মৃত্যু আমাকে ধুঁকে ধুঁকে শেষ করে দেবে।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।