সারা বাংলা

কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে বন্ধুকে গুলি: থানায় মামলা 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কিশোর গ্যাংয়ের নিজেদের মধ্যে বিরোধের জেরে আসিফ আলীকে (১৭) গুলি করেছে তার বন্ধু নীরব (১৭)। বর্তমানে আসিফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিচিৎসাধীন। তারা বন্ধু হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনায় শনিবার (১৫ জুন) রাতে ভেড়ামারা মডেল থানায় আসিফের মা বাদী হয়ে মামলা করেছেন। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আসিফ ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের এক প্রবাসীর ছেলে। আসিফ এ বছর এসএসসি পাস করেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৩টার দিকে বাড়ীর পাশের বাঁশ বাগানে মোবাইলে খেলা করার সময় নীরব পিস্তল দিয়ে আসিফের বুকের বামপাশে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে রাজশাহীতে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 

স্থানীয়রা জানান, আসিফ, নীরবসহ বেশ কয়েকজন কিশোর গ্যাং সৃষ্টি করে অনলাইনে জুয়া খেলা এবং এলাকায় আধিপত্য বিস্তারে বিভিন্ন প্রভাব খাটিয়ে বেড়ায়। কয়েক দিন আগে দুই জনের মধ্যে মনোমালিন্য হয়। এর ফলে নীরবের ফোন আসিফ ভেঙে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন জানান, উঠতি বয়সী এলাকার কিছু ছেলে একসঙ্গে বেড়ায়। তারা নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে গুলি করেছে। কিশোরদের হাতে আগ্নেয়াস্ত্র থাকা খুব ভয়ের। তাদের সবাইকে আইনের আওতায় আনা প্রয়োজন।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ জানান, শনিবার (১৫ জুন) রাতে আহত আসিফের মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।