গোপালগঞ্জের মুকসুদপুরে বাস, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার চরপ্রসন্নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজীব শেখ (২২) ও একই গ্রামের কুটি মিয়ার ছেলে সাহেব আলী শেখ (৫০)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাইদ মো. খায়রুল আনাম বলেন, বরিশাল থেকে ঢাকাগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার চরপ্রসন্নদী এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গেলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ও ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহত হন অন্তত ১২ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাজীব শেখ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাহেব আলী মারা যান।