সারা বাংলা

কাপনা নদীতে নৌকাডুবি, নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাপনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শাহাদাত হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ জুন) মধ্যরাতে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে, একই দিন বিকেলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি। নিহত সাদাত হোসেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ১ম খন্ড গ্রামের শিব্বির আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে দুই বন্ধুকে নিয়ে কাপনা নদীতে ঘুরতে বের হন শাহাদাত হোসেন। সন্ধ্যার দিকে স্রোতের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে বাকিদের উদ্ধার করলেও নিখোঁজ হন শাহাদাত। অনেক খোঁজাখুঁজির পর মধ্যরাতে তার লাশ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শাহাদাতের লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।