ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার ও ঝালকাঠির নলছিটি থানার মো. মোবারকের ছেলে সুমন।
মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। ফরিদপুরের মধুখালী বাজার এলাকা এলে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।