জামালপুরের ইসলামপুরে রেলসেতুতে বসে টিকটিক করার সময় ট্রেন চলে আসায় নদীতে ঝাঁপ দিয়ে মৃদুল (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটে উপজেলার পাথর ঘাটা রেলসেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই কিশোর ইসলামপুর পৌর এলাকার বেপারীপাড়া গ্রামের বাবু বেপারীর ছেলে।
জানা যায়, নিখোঁজ মৃদুলসহ চার বন্ধু মিলে পাথর ঘাটা রেলসেতুর ওপর বসে টিকটক করছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন রেলসেতুর কাছাকাছি চলে আসলে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় চার বন্ধু। তিন বন্ধু সাতার কেটে পাড়ে উঠে এলেও নিখোঁজ হয় মৃদুল।
খবর পেয়ে পুলিশ ও ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল পাঁচটার দিকে উদ্ধার অভিযান শুরু করলেও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় অন্ধকার নেমে এলে আপাতত উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন ডুবুরি দল।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়।