চাঁপাইনবাবগঞ্জে পৃথকস্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার মহানন্দা নদীর রাবার ডামের পাশে থেকে মোবাশ্বির ওরফে রাব্বিল নামে এক শিশুর মরদেহ করা হয়।
রাব্বিল শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের মোজাফর আলী। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে মহানন্দা নদীর রাবার ড্যামের পাশে পানিতে শিশু মোবাশ্বির ওরফে রাব্বিলের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিশুটি গতকাল থেকে নিখোঁজ ছিল।
এদিকে, ভোলাহাটে মো. আব্দুল্লাহ নামে আরেক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার কাশ্মীরপাড়ার মো. হাসান আলীর ছেলে।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, আব্দুল্লাহ তার খালার বাড়িতে থাকত। গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে এলাকার একটি আম বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।