সারা বাংলা

হিলিতে পাইকারি বাজারে আদার কেজি ২৪০ টাকা

দিনাজপুরের হিলির পাইকারি বাজারে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বার্মার আমদানিকৃত আদা। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। ঈদের পর ভারতীয় আদা আমদানি হযনি। আমদানি হলে দাম আরও কমে যাবে বলছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২৫ জুন)  হিলি বাজার ঘুরে এমন চিত্র দেখতে পাওয়া যায়। দেখা যায়, বাজারে ভারতীয় আদা নেই। বাজারে যেসব আদা রয়েছে তা বার্মা থেকে আমদানিকৃত।  

এই বাজারে মসলা কিনতে আসা আব্দুল আজিজ বলেন, এক থেকে দেড় মাস আগে আদার দাম অনেক কম ছিলো। বর্তমান তা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ ক্রেতাদের কি হবে?

আদা ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ঈদের পর থেকে ভারতীয় আদা এখনও আসেনি। বার্মার আমদানিকৃত আদা বগুড়ার ব্যবসায়ীরা স্টোরে রেখেছিলেন। আমরা এসব আদা পাইকারি দরে কিনে আনছি। তা-ই ২৪০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি। হয়তো ভারত থেকে আমদানি হলে দাম আরও কমে যাবে।