সারা বাংলা

মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।  

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার ইমাম হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে মিরসরাই বড়তাকিয়া রেল স্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় একটি মালবাহী ট্রেনে আগুন লেগে যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি আখাউড়া থেকে গাড়ির পার্টস ও ইলেকট্রিক পণ্য নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। ট্রেনে মালবাহী ৩১টি বগি ছিলো।