সারা বাংলা

পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ৪ কোটি, সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মানিকগঞ্জ পৌরসভার ৪৩টি হিসাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ অফিস।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সভার বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার উঁচুটিয়া এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. রফিকুল ইসলাম।

পৌরসভা ও পল্লি বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৪৩টি হিসাবে বিদ্যুৎ বিল বকেয়া ৪ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৩৪৭ টাকা। এই বকেয়া বিল পরিশোধের জন্য একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিস থেকে লিখিতভাবে জানানো হলেও পৌরসভা বিল পরিশোধ করেনি। সে কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। 

পৌরসভার মেয়র মো. রমজান আলী বিদ্যুৎ বিল বকেয়া থাকার কথা স্বীকার করে বলেন, ‘পৌর মার্কেটের দোকানদাররা ভাড়া ও পৌরবাসী পানির বিল না দেওয়ায় সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারিনি। যে কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। আজকের মধ্যে বিলের টাকা কিছু পরিশেঅধ করে নতুন করে সংযোগের জন্য আবেদন করব। আজ না হলেও আগামী কালের মধ্যে বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করব।’  

পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. রফিকুল ইসলাম বলেন, ‘যেহেতু মানুষের সেবামূলক প্রতিষ্ঠান পৌরসভা। সে জন্য তারা কিছু বিল পরিশোধ করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।’