সারা বাংলা

‘চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলাবে এবার’

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, ‘‘চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৩৬ হাজার চরাঞ্চলে ‘আমার চর আমার পল্লী’গঠনের মধ্য দিয়ে স্থায়ীভাবে চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।”

শনিবার (২৯ জুন) রংপুরের টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ৭ তলাবিশিষ্ট প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার তৃলমূল মানুষের সরকার। বর্তমান সরকার উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এমফোরসি প্রকল্প ইতোমধ্যেই চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবার চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলাবে।’ 

এসময় বিআরডিবির প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের শতরঞ্জি ও পাট পণ্যের স্টল ঘুরে দেখার পর তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী।

বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ অন্যরা।