ফরিদপুরের চরাঞ্চলে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে কৃষাণ-কৃষাণীদের হাতে গামবুট তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। গামবুট পেয়ে খুশি চরাঞ্চলের কৃষকেরা।
গামবুট পেয়ে কৃষকরা জানান, এতোদিন সাপের ভয়ে খেতে যেতে পারিনি। গামবুট পেয়েছি এখন নিশ্চিন্তে খেতে যেতে পারবো, খেতের ফসল তুলে ঘরে আনতে পারবো। অনেক ফসল ইতোমধ্যে খেতেই নষ্ট হয়ে গেছে। এছাড়া শ্রমিকরাও ভয়ে খেতে নামছিল না। এখন সবাই খেতের ফসল ঘরে আনতে পারবো।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, রাসেল’স ভাইপারের ভয়ে কৃষকরা খেতে ফসল তুলতে যেতে পারছিলেন না। কৃষকদের কথা চিন্তা করে সাপের কামড় থেকে বাঁচাতে গামবুট দেওয়া হয়েছে। চরাঞ্চলের চাষিদের মাঝে আজ গামবুট দেওয়া হলো। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের চাষিদের মাঝে গামবুট বিতরণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুরে রাসেল’স ভাইপারের উপদ্রব বেড়েছে। এ সাপের কামড়ে জেলায় এক কৃষক মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন।