নড়াইলের তুলরামপুর তেল পাম্প এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসটির পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১ জুলাই) ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি যশোরের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল সদরের তুলরামপুর তেল পাম্প এলাকায় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত হন পাঁচ যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
তুলরামপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বলেন, ঢাকা থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পাঁচ যাত্রী আহত হয়েছেন।