সারা বাংলা

গাইবান্ধায় বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে ফরহাদ হোসেন (১৭)  নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবাও গুরুতর আহত হন। 

সোমবার (১ জুন) সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ বজ্রপাত ঘটে।

নিহত ফরহাদ হোসেন কাতলামারি গ্রামের ধান-চাল ব্যবসায়ী জিন্নাহ সর্দারের ছেলে। সে স্থানীয় ফুলছড়ি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।

বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশি বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। খবর পেয়ে আমিসহ কয়েকজন মেম্বার তাদের বাড়িতে গিয়েছিলাম। ইউএনও মহোদয় ও ওসিকে জানিয়েছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত ফরহাদ হোসেনের চাচা মাজু মিয়া বলেন, ফরহাদ বাড়ির পাশের একটি পুকুর থেকে সন্ধ্যায় হাঁস ঘরে আনার জন্য যায়। এসময় নামাজের ওজু করছিলেন তার বাবা। হঠাৎ করে বিকট শব্দে দুই-তিনবার বজ্রপাত হয়। এর একটিতে ঘটনাস্থলেই ফরহাদ মারা যায়। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে  ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।