নড়াইলের জেলার কালিয়া উপজেলার পেড়লী গ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মুরসালিন মোল্যাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০১ জুলাই) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মুরসালিন মোল্যা যশোর জেলার অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের কবির মোল্যার ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম বলেন, মুরসালিন মোল্যা একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন।