সারা বাংলা

চরে ভেসে এলো ৩২ ফুট লম্বা মৃত তিমি

বরগুনায় সংরক্ষিত বনাঞ্চলের চরে একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। ৩২ ফুট লম্বা তিমিটি ব্রাইডস হোয়েল প্রজাতির। গতকাল সোমবার বিকেলে বরগুনা সদরের ছোনবুনিয়া চরে মৃত তিমিটি দেখতে পান স্থানীয় জেলেরা। মঙ্গলবার (২ জুলাই) স্থানীয় ও বন বিভাগের লোকজন চরটিতে মাটি খুঁড়ে তিমিটি চাপা দেন।

এদিকে, কী কারণে বা কীভাবে তিমিটির মৃত্যু হয়েছে সে বিষয় কিছু বলতে পারেনি বন বিভাগ।

স্থানীয় জেলেরা জানান, জোয়ারের পানি নেমে গেলে সংরক্ষিত বনের চরে মৃত তিমিটি দেখতে পান তারা। তিমির মাথার দিকের অংশে পচন দেখা গেছে। আজ মঙ্গলবার স্থানীয় ও বনবিভাগের কর্মীরা চরেই মাটি খুঁড়ে তিমিটি চাপা দেন।

বরগুনা সদর উপজেলার বন বিভাগের বাবুগঞ্জ বিট কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ব্রাইডস হোয়েল প্রজাতির ৩২ ফুট লম্বা এই তিমির মরদেহ এখানে কয়েকদিন আগেই ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের কাছ থেকে খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিমিটির শরীর পচে যাওয়ায় স্থানান্তর করা সম্ভব হয়নি। চরেই মাটি চাপা দেওয়া হয়েছে প্রাণীটি।