নিজের পরনের শার্ট থানা হাজতের ভেন্টিলেটরে ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে মো. জুয়েল (২৬) নামে এক আসামি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে হাজতখানা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মারা যাওয়া জুয়েল চান্দগাঁও খেজুরতলা এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে ৭টি মামলা ছিল।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে পরোয়ানামূলে মো. জুয়েলকে গ্রেপ্তার করে থানার হাজতখানায় রাখা হয়। আজ বুধবার ভোরে জুয়েল নিজের পরনের শার্ট হাজতের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন। সিসিটিভির ফুটেজে তা স্পষ্ট রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’