পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীরা মুখেই শুধু খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। আসলে খালেদা জিয়া অসুস্থ হলে তারা খুশি হন।’
শুক্রবার (৫ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর ড্রিম প্লাস রিসোর্টে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীদের মেধা ও শ্রমের কারণে দল পাঁচ পাঁচ বার ক্ষমতায় এসেছে। তাই তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত ও দলকে ঐক্যবদ্ধ করতেই আজকে রংপুর বিভাগীয় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের শক্তি হচ্ছে দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
তিনি আরও বলেন, ‘আমাদের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে, এটাই প্রধানমন্ত্রীর বার্তা। রাজনীতি একটি ব্রত। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের রাজনীতি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে দেশের যে কোনো দুর্যোগে জণগণের কাছে ছুটে চলেছেন।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।