মুন্সীগঞ্জের বনিক্যপাড়া এলাকায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিপি বেগম (৩৫) ও তার দশ মাস বয়সী মেয়ে আলিশা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ে আলিশাকে নিয়ে অটোরিকশাযোগে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন লিপি বেগম। বনিক্যপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আস একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।