সারা বাংলা

মতবিনিময় সভায় কাঁদলেন এমপি রউফ

পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

শনিবার (৬ জুলাই) পৌরসভার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনার স্মৃতিচারণ করে আবেগে কেঁদে ফেলেন এমপি রউফ। এ সময় পোলিং এজেন্টদেরও অশ্রুসজল হতে দেখা যায়।

কেঁদে কেঁদে এমপি আব্দুর রউফ বলেন, শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনোদিন ভুলবো না। আপনাদের যে কোনো চাওয়া পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন। 

এ সময় তিনি সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন।

কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর। 

অনুষ্ঠানে ১০০টি কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ প্রায় ৯০০ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।